কুড়ানিয়ারচর কাদরিয়া হাসানাবাদ আলিম মাদরাসা
KURANIARCHAR QUADERIA HASANABAD ALIM MADRASAH
INSTITUTE CODE: EIIN: 108847
কুড়ানিয়ারচর কাদরিয়া হাসানাবাদ আলিম মাদরাসাEmail: superkkhdmadrasha@gmail.com | Mobile: 01718214240
Web: http://kuraniarcharkhdmadrasah.edu.bd
  ব্রেকিং নিউজ  
| Class | Students |
|---|---|
| ONE(A) | 25 |
| TWO(A) | 16 |
| THREE(A) | 13 |
| FOUR(A) | 15 |
| FIVE(A) | 33 |
| SIX(A) | 43 |
| SEVEN(A) | 37 |
| EIGHT(A) | 40 |
| NINE(A) | 61 |
| TEN(A) | 52 |
Grow In The Esteem of Future
‘ বিকশিত হও ভবিষ্যতের জন্য ’
“শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যা নয়, এটি চরিত্র গঠন, মূল্যবোধ সৃষ্টি এবং একটি সুন্দর জাতি গঠনের প্রধান হাতিয়ার। কুড়ানিয়ারচর কাদরিয়া হাসানাবাদ আলিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও মানবিকতা একত্রে জাগিয়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
"A good educational institution is not only measured by academic results, but also by its role in shaping students' character and instilling patriotism. I firmly believe that Kuraniarchar Quaderia Hasanabad Alim Madrasah working with the aim of nurturing enlightened and responsible citizens for the future."
আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন
বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কুড়ানিয়ারচর কাদরিয়া হাসনাবাদ দাখিল মাদরাসায় একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে মাদরাসায় ওয়েবসাইট তৈরির এই উদ্যোগটি প্রশংসনীয় সন্দেহ নেই। সরকারের এই সিদ্ধান্ত এবং অধিদপ্তরের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি এই ওয়েব সাইট চালু করার ফলে যে কেউ মাদরাসার যে কোন তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে এবং বর্তমান সরকারের স্মার্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবরূপ দান করতে সহায়ক ভূমিকা পালন করবে।
আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন। যে কোন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি-সে দেশ তত বেশী উন্নত। তাই উন্নত জাতি ও দেশ গঠনে সুশিক্ষিত নাগরিক তৈরি করা আবশ্যক।
মধুখালি উপজেলা একটি ক্ষুদ্র শিল্প সমৃদ্ধ অঞ্চল হওয়া সত্ত্বেও বর্তমান নারী সমাজ ধর্মীয় গোঁড়ামীর অনুশাসনে অবরুদ্ধ থেকে শিক্ষার আলো হতে বঞ্চিত ছিল দীর্ঘদিন। তবে সময়ের বিবর্তনে বর্তমান শিক্ষা ক্ষেত্রে এসেছে বিরাট পরিবর্তন। আর সে পরিবর্তনের ধারায় কিছু সংখ্যক শিক্ষা সচেতন ব্যক্তির উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে ‘‘ কুড়ানিয়ারচর কাদরিয়া হাসনাবাদ দাখিল মাদরাসা ’’। বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রহমান মোল্লা এবং আলহাজ আব্দুল করিম মোল্লা এককভাবে এ মাদরাসা প্রতিষ্ঠা করে আমাদেরকে করেছেন চির ঋণী।
এ প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় সুধিজনের মনোভাব অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ ব্যক্তিবর্গ, গর্ভনিংবডির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ প্রতিষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের নিশ্চয়তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ গভর্নিংবডির সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি বোর্ড/বিশ্বঃ চূড়ান্ত পরীক্ষায় খুবই ভাল ফলাফল করতে সক্ষম হয়েছে। এ কারণে সুধিজনের আবেদনের প্রেক্ষিতে এবং উত্তোরোত্তর ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাদরাসা কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টায় ২০১৭ সালে বিজ্ঞান শাখা চালু করা হয়েছে। এ উপলক্ষ্যে সকল বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয়েছে। আশা করছি সকলের উৎসাহ ও সহযোগিতায় অত্র এলাকার স্মার্ট ধর্মীয় শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।
শুভেচ্ছান্তে
মো আজিজুল্লাহ
সুপার
কুড়ানিয়ারচর কাদরিয়া হাসনাবাদ দাখিল মাদরাসা
| ১.টয়লেট সুবিধা আছে কি না ? | YES |
| ২.বিজ্ঞানাগার আছে কি না ? | YES |
| ৩.সততা ষ্টোর আছে কি না ? | YES |
| ৪.সংস্কৃতি চর্চা হয় কি না ? | YES |
| ৫.খেলা ধুলা চর্চা হয় কি না ? | YES |
| ৬.সমৃদ্ধ লাইব্রেরি আছে কি না ? | YES |
| ৭.মাল্টি মিডিয়া ব্যবহার/প্রয়োগ প্রতি শ্রেণি-পাঠদান হয় কি না ? | YES |
পহেলা ফাল্গুন ১৪২৪
Copyright © 2022 All Right Reserved | Powered by : RAUD
